রোববার নাটোরের সিংড়ায় উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সহায়তা এবং শুকনো খাবার বিতরণ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
এসময় প্রতিমন্ত্রী পলক দিনব্যাপি উপজেলার কলম, চামারী, হাতিয়ান্দহ ও শেরকোল ইউনিয়নে পায়ে হেটে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উপজেলার ১৮০ টি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা এবং শুকনো খাবার বিতরণ করেন পলক।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা আ.লীগের সভাপতি অহিদুর রহমান শেখ, হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান চঞ্চল, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।