ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদ উল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটে মহিষের হাসিল আদায়কে কেন্দ্র করে দুই ব্যক্তির দ্বন্ধের জেরে ঘটে গেছে লঙ্কাকান্ড। এক ব্যক্তিকে মারধর করে দুই গ্রামে বিরোধ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত জসিম মিয়াকে (৫০) গ্রেপ্তারের পর এস আই বাবুল হোসেন মারধর করে গুরুতর আহতের পর হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে একদল গ্রামবাসীর বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার ভূঁইশ্বর গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মহিলাসহ ৪ জনকে আটক করেছেন সরাইল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ বিকেলে পাকশিমুল গ্রামের পশুর হাট থেকে একটি মহিষ ক্রয় করেন একই ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামের পাতার হাটির বাচ্চু মিয়ার ছেলে জসিম মিয়া প্রকাশ জসু। হাসিল ৫ শত টাকা দেওয়ার পর ইজারাদারের প্রতিনিধি আরো ৫ শত দাবী করেন। বিষয়টি নিয়ে তারা দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আরো ৫শত টাকা দিতে বাধ্য হন জসিম। এতে ক্ষিপ্ত হয়ে নিজ গ্রাম ভূঁইশ্বর বাজারে এসে সড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশায় তল্লাসি চালান জসু। পাকশিমুলের এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে বেদম প্রহার করেন। ফলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সরাইল থানার এস আই বাবুল হোসেন সহ কয়েকজন পুলিশ। পুলিশ জসিমকে গ্রেপ্তার করলে পাশে থাকা লোকজন উত্তেজিত হয়ে এস আই বাবুলের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার পর হাতকড়াসহ জসিমকে ছিনিয়ে নেয়। এস আই বাবুলকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ভূঁইশ্বর গ্রাম থেকে এক মহিলাসহ ৪ ব্যক্তিকে আটক করেছেন। ঘন্টা খানেক পর স্থানীয় ইউপি সদস্য জসিমের হাতের হাতকড়াটি পুলিশকে ফেরৎ দিয়েছেন। হাতকড়াটি চাবি দিয়ে খোলা নাকি ভাঙ্গা নিশ্চিত জানা যায়নি। তবে পুলিশি অভিযানের পর পশুর হাট ও গ্রাম দুটির পুরুষরা পালিয়ে গেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এস আই বাবুলকে মারধর ও ৪ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, ঘটনার সাথে আটককৃতদের সম্পৃক্ততা যাচাই করা হবে। মামলার প্রস্তুতি চলছে।