দুই বছর আগে শেষ হওয়া ওয়েব ফিল্ম ‘আগন্তুক’ এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা হিসেবে। এদিকে শুরু হয়েছে সিনেমাটি নিয়ে প্রচারণা কিন্তু নেই এর নায়িকা পূজা চেরি।জানা গেছে, ওয়েব ফিল্মের পারিশ্রমিক হিসেবে ছবির নায়িকা যে পারিশ্রমিক নিয়েছেন, সিনেমায় সেটি দ্বিগুণ হবে। সিনেমা ঘোষণা দেওয়ার পর নায়িকার পারিশ্রমিক বাড়েনি। সে কারণে নাকি ছবিটি নিয়ে নায়িকাকে কোনো প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। বিষয়টির সত্যতা স্বীকার করে এর পরিচালক সুমন ধর বলেন, এটা ঠিক, পূজাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে, সেটি ওয়েব ফিল্মের। কিন্তু সিনেমার হিসাব ভিন্ন। প্রথম ধাপে শুটিং করার তিন দিনের মাথায় আমরা এটিকে সিনেমা আকারে নির্মাণের প্রস্তুতি নিই। সেই সময় ইউনিট আরও বড় করি। সিনেমা আকারে শুটিং শুরু করি। প্রযোজনা প্রতিষ্ঠানের কারণেই এসব ঝামেলা তৈরি হয়েছে। জানা গেছে, ‘আগন্তুক’ ঈদে ৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে।