 
		
	পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রচন্ড গরম উপেক্ষা করে হাট বাজারগুলোতে গরু, ছাগলসহ ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে, বাজারে সরবরাহ বাড়লেও আগের বছরের চেয়ে বেশি দামে গরু কিনে কিছুটা হতাশ ক্রেতারা। ছোট ও মাঝারি গরুই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দীঘিরজান, গাওখালী, বৈঠা কাটা এবং পার্শ্ববর্তী পাঁচপাড়া বাজারে পশুর হাট বসেছে। প্রখর রোদের মধ্যেই চলছে বেচাকেনা। বাজারে গরুর সরবরাহ বেশি ও ক্রেতার সংখ্যাও ভালো থাকায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় হাটগুলো। শনিবার (১৫ জুন) উপজেলার দিঘীরযান বাজারের সবচেয়ে বড় গরুর দাম হাকা হয়েছে চার লাক্ষ টাকা। তবে গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক-সেদিক হতে পারে, কারণ এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন। গরু ব্যাবসায়ী আঃ মজিদ বলেন, পূর্বের দুই-তিন হাটের চেয়ে আজ নতুন গরুর হাটে আসাতে বাজার ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। মঙ্গলবার যে গরুর দাম ছিল এক লাখ ৫০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকা, সে গরু এখন এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতার সংখ্যাও বেশি। প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে বাজার কিছুটা ভালো, তবে গত বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে। নাজিরপুর দীঘিরজান হাটের ইজারাদার মো. নিজামুদ্দিন বলেন, দীঘিরজান শতবছরের পুরনো একটি গরুর হাট। এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে। আমার জানা মতে পিরোজপুর জেলার সবচেয়ে বড় গরুর হাট এটি এখানে এ বছর প্রচুর পরিমাণ গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে। তবে সম্প্রীতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং অতিরিক্ত গরমের কারণে ক্রেতা সমাগম কিছুটা কম। অন্যান্য বছরের তুলনায় এ বছর কোরবানির পশুর দাম কম। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা টহল রয়েছে।