গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৪হাজার দরিদ্র মানুষ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। গত ৩দিন ধরে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩হাজার দরিদ্র পরিবারের মাঝে দলীয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে এসব ঈদসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, মিজানুর রহমান তাজ বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার ২১হাজার ১শত ৮জন দরিদ্র মানুষদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় ভাবে আমাদের মাধ্যমে দরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধসহ ৩হাজার প্যাকেট ঈদসামগ্রী পাঠিয়ে ছিলেন। সেগুলো আমরা দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার ৩হাজার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ২১হাজার ১শত ৮জন দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসব চাল আমরা ১১টি ইউনিয়ন পরিষদের ১১জন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মাধ্যমে বিতরণ করেছি।