কয়রায় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শনিবার (১৫ জুন) বেলা ১১ টায় মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামে ৬০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ সকল ত্রান বিতরণ করা হয়। ত্রান বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি এম এ মান্নান, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলা বক্স, যুগ্ম-আহবায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম নান্নু, গাজী রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, মোতাসিম বিল্লাহ, শফিকুল ইসলাম, নাজমুল হুদা, গফফার, জামাল ফারুক জাফরিন, সাইফুদ্দিন, আমিরুল, এম করিম, মিঠু, আমিনুর রহমান, আবদুর রউফ, মোস্তাফিজুর রহমান খোকন, রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, কামাল হোসেন ছন্টু, টুটুল, সুজা, সোহাগ, তোহিদ প্রমুখ।