মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে গাওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন মাওয়া নৌ পুলিশ। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি-২ এসআই মনিরুল ইসলাম জানান, হাড়িদিয়া গ্রামের শিমুল মিয়ার বাড়ির মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্হানীয় জনগন। খবর পেয়ে মাওয়া নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করেন। লাশের পরনে ছিল সাদা ফুল শার্ট, চেক লুঙ্গি, গামছা ও একটি গেঞ্জি। লাশটির গায়ে পচন ধরে গেছে। শরীর থেকে চামড়া প্রায় খসে গেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।