ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ভাটি অঞ্চল বর্ষার পানিতে প্লাবিত হচ্ছে। বৃষ্টিও হচ্ছে নিয়মিত। ফলে অনেক গ্রামের পায়ে হাঁটার রাস্তা তলিয়ে যাচ্ছে পানির নীচে। ভরসা তাদের নৌকা বা কলা গাছের ভেলা। তাই কদর বাড়ছে নৌকার। সরেজমিনে দেখা যায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে সরাইল-অরূয়াইল সড়কের পাশের খাল পাড়ে কাঠের তৈরী দু’টি নৌকা। এতদিন নৌকা দু’টি ছিল পানির নীচে। তারা ফিরেও তাকাননি নৌকার দিকে। প্রায় ৭-৮ মাস পর পানি থেকে শুকনায় নিয়ে এসেছেন। পানিতে থাকায় ওজনও বেড়ে গেছে কয়েক গুণ। রং-এ পড়েছে ভাটা। নৌকা গুলোর বিভিন্ন জায়গায় শেওলা পড়ে আছে। খুবই আন্তরিকতার সাথে মালিকরা নৌকার পরিচর্যা করছেন। প্রথমে কয়েকদিন রোদে শুকিয়েছেন। এরপর ঝেড়ে মুছে পরিস্কার করেছেন। ছোট খাট সমস্যা গুলোতে নির্মাণ কাজ করছেন। এরপর শুরূ করছেন আলকাতরা দেওয়ার কাজ। ২/১ দিনের মধ্যেই তারা নৌকা গুলোকে পানিতে নামাবেন। ভাটি এলাকার অধিকাংশ মালিকদের কাছে এখন নৌকার কদর বেশী। কারণ বর্ষার পানি বাড়ছে। হয়তবা আর ৫-৭ দিনের মধ্যেই তারা নৌকা ছাড়া এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবেন না। যেতে পারবেন না বাড়ি থেকে বাড়িতে। দূর দূরান্তে যেতেও প্রয়োজন হবে নৌকার। বর্ষার পানি অধিক পরিমাণে বৃদ্ধি পেলে নৌকাই হবে তাদের একমাত্র ভরসা। নৌকার মালিকরা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২-৩ মাস নৌকা আমাদেরকে মায়ের মত কোলে করে বিভিন্ন জায়গায় যেতে সহায়তা করবে। ওই সময়ে আমাদের এলাকায় যাদের নৌকা নেই তারা বড়ই অসহায় ও বেকায়দায় থাকেন। কারণ বর্ষার সময় প্রতি মূহুর্তেই নৌকার প্রয়োজন অত্যাবশ্যক। নৌকা ছাড়া তখন এখানকার মানুষের জীবন-য়াত্রাই অচল। তাই নৌকা গুলোর সাধ্যমত পরিচর্যা করে তৈরী করছি। পানি চলে গেলে কোন পুকুরে বা খাল বিলে আবার ডুবিয়ে রাখব। পানিতে ডুবিয়ে না রাখলে নৌকার কাঠ নষ্ট হয়ে যেতে পারে।