মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর ফুরফুরে মেজাজে রয়েছেন অতীত কমিটির পদবঞ্ছিত নেতৃবৃন্দরা। দুই বছর ছয় মাস পর বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারী নেতৃবৃন্দরা সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নেতৃবৃন্দরা সভা করে সিদ্ধান্ত নিয়েছেন প্রতিদিন সন্ধ্যায় তারা দলীয় কার্যালয়ে আসবেন। এ সময় মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ হাসান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন, আলাউদ্দিন আহমেদ, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তরিক, সোহেল রাঢ়ীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।