ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বনানী কবরস্থানের কাছে বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বাসচাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমাদের কর্মকর্তারা সুরতহাল তৈরি করছেন। তবে এখনও পর্যন্ত আমরা তার নামপরিচয় জানতে পারিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে।