টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে।১৪ জুন
শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট এ আয়োজন করে।
দিনব্যাপী বর্নিল আয়োজনের প্রথমেই অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়। ফিতা কেটে অফিস উদ্বোধন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি আল-আমিন শোভন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।
এরপর নতুন অফিসে জেলা নেতৃবৃন্দদের শুভেচছা জানান
উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
এরপর জুম্মার নামাজ ও দুপুরের খাবারের পর বর্ধিত সভায় যোগদান করেন জেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দ।
এতে নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি আল-আমিন শোভন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।
বর্ধিত সভা শেষে জেলা ইউনিটের নতুন কমিটি সভাপতি সকল নেতৃবৃন্দদের পরামর্শক্রমে
পুরোনো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির সভাপতি এস এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুর নাম ঘোষণা করেন। একই সাথে পূনাঙ্গ কমিটি করার জন্য ১ মাস সময় দেন।
এ সময় জেলা ও উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টি খাইয়ে বরণ করে নেন।
এ সময় নাগরপুর উপজেলা ইউনিটকে উৎসাহ, অনুপ্রেরণা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত হন
নাগরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন,নাগরপুর থানার ওসি(তদন্ত) জাহিদ হাসান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রোকনুজ্জামান খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু।