ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে কোষা নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক বিজিবির সদস্য মোঃ আজিজুল হক (৬৩) লাশ উদ্ধার হয়নি। শুক্রবার (১৪ জুন) বিকাল ৬ টায় পর্যন্ত উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় নদ থেকে লাশটি উদ্ধার কাজ চালায় ময়মনসিংহর ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
এর আগে সকাল সোয়া ১১ টায় গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়েও আজিজুল হককে উদ্ধার করতে পারেনি।
নিহত আজিজুল হক উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত একজন বিজিবির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিকে তেঁতুলিয়া বাজার সংলগ্ন বাড়ি থেকে আজিজুল হক একটি কোষা নৌকায় দিয়ে সম্পর্কে তিন নাতনীকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদে ওপাড় চন্ডিচর এলাকায় কৃষি জমি-জমা দেখতে যান। সকাল ১১টায় দিকে তাঁদের কোষা নৌকাটি পুনরায় ফিরে আসার সময় নদে মাঝখানে ডুবে যায়। এ সময় অন্য নৌকায় থাকা স্থানীয় লোকজন এসে আজিজুল হকের সম্পর্কে তিন নাতনী সুমাইয়া (১২), নূর জামিলা (১৪) ও মিম (১৫) কে উদ্ধার করে তীরে উঠাতে পারলেও আজিজুল হক পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। পরে আবার আড়াইটার থেকে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও লাশ উদ্ধারে তারাও ব্যর্থ হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান বলেন, দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়ে আজকের মতো উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ফের উদ্ধার অভিযান চালাবে ডুবুরী দল।