পুঠিয়ায় উপজেলা প্রশাসন হাইওয়ে পুলিশ এবং থানার সঙ্গে সমঝোতা করে বিভিন্ন সড়কে ট্রাক্টার এবং ১০ চাকার ডামট্রাকগুলো চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। পুকুর খননের মাটি পরিবহন করতে গিয়ে উপজেলার কোটি কোটি টাকা ব্যয় করে সড়কগুলো সংস্কার কিংবা নির্মাণ করা শেষ না হতে পূর্বের ন্যায় গর্ত ভাঙাচুড়া আকার ধারণ করছে।
ফলে সড়কে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসন প্রতিদিন অনেক টাকা গ্রহন করার জন্য তারা কোনো কঠোর পদক্ষেপ গ্রাহন করছে না অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে চুক্তি মোতাবেক মাটি বিক্রেতাদের টাকা দিতে হয়। পুকুর খনন কিংবা মাটি পরিবহন করতে হলে আগে কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করতে হচ্ছে। আর চুক্তি না করলে জরিমানা কিংবা বিভিন্ন ভাবে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। বর্তমানে ১৬টি স্থানে পুকুর খননের কাজ চলছে। শিলমাড়িয়ায় ইউনিয়নে পুঠিয়া-দুর্গাপুরের একজন প্রভাবশালী নেতার সাতজন অনুসারী মিলে একটি পুকুর খনন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। অবশ্য তাদের টাকা দিলে পুকুর খনন করতে দিচ্ছেন। আর খননের টাকা নেতার নিকটে পৌঁছে দেওয়া হচ্ছে বলে আ.লীগের অপর পক্ষ দাবি তুলেছেন। পুকুর খননকারীদের মাটি পরিবহন কাজে নিয়োজিত প্রতিদিন অর্থশতাধিক ১০ চাকার ডামট্রাক উপজেলার গ্রামীণ সড়কগুলোতে চলাচল করতে দেখা যাচ্ছে। বেশিরভাগ ট্রাকের আবার প্লেট নম্বার নেই তারপর চলছে। একাধিক ব্যক্তির অভিযোগ,রাতেরআধাঁরে ৬০/৭০ টন মাটি নিয়ে তিব্র গতিতে যখন ট্রাকগুলো যাতায়াত করছে। তখন শব্দে সড়কের পাশে থাকা ঘড়বাড়িগুলো কেঁপে উঠছে। সড়কের পাশে থাকা সাধারণ মানুষের ঘুম হারাম হচ্ছে। ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে,সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন স্থানীয় গ্রামীণ সড়কগুলো নষ্ট করার সংবাদ সংশ্লিষ্ট এলাকার মানুষরা উপজেলা প্রশাসন এবং থানার নিকট দিচ্ছেন। কিন্তু তারা কঠোর কোনো ব্যবস্থা গ্রহন করছে না।
যার কারণে সংস্কার কিংবা নির্মাণ করার শেষ না হতে সড়কগুলো পূর্বের ন্যায় গর্ত ভাঙাচুড়া আকার ধারণ করছে। সড়কগুলো সাধারণ মানুষদের চলাচলে অনুপযোগি হয়ে পড়ছে। পরবর্তী সময়ে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোহেল রানা নামক ব্যক্তির অভিযোগ থানা পুলিশ,হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে ট্রাক মালিকগনের গোপন সমঝতা রয়েছে। তাই রাতে এবং দিনের বেলা প্রকাশ্যে থানার সামনে দিয়ে ড্রামট্রাক নীচু স্থান ভরাট করা এবং ইটভাটার মাটি পরিবহন করছে। ট্রাক্টার ও ডামট্রাক গাড়িগুলির সঠিক কোনো প্লেট নম্বার নেই। কিন্তু তাদের বিরুদ্ধে জরিমানা কিংবা ভ্রাম্যমাণ করা হচ্ছে না।
শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। একসময় সাধনপুর সর্বহারা অধ্যুষিত এলাকা ছিল। বর্তমানে এখানে মাদকবারবারিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান মাদক কারবারি এবং পুকুর খননকারীদের নিয়ন্ত্রণ করে থাকেন বলে শিলমাড়িয়া এলাকা হতে অভিযোগ উঠেছে।
সড়গাছি গ্রামের হাবিব বলেন,এসআই মান্নানের অনৈতিক দাবি অনুযায়ী টাকা না দিতে পারলে শিলমাড়িয়া ইউনিয়নে অপরাধমূলক কোনো কাজ করা সম্ভব না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুকুর খননকারীরা বলেন, মান্নান সাহেবকে প্রতিদিন টাকা দিয়ে তারপর প্রতিটি পুকুর খননকারীকে ভেকু চালু করতে হয়। টাকা না দিলে ব্যাটারি খুলে আনেন। টাকা দিলে ব্যাটারি দিয়ে দেয়। শুধুমাত্র পুকুর খনন হতে সে প্রতিদিন কয়েক লাখ টাকা আদায় করছে। এ বিয়য়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমান বলেন,সড়কে ডামট্র্কা এবং ট্রাক্টারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝেমধ্যে ভ্রাম্যমাণের মাধ্যমে জরিমানা আদায় করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর যুগান্তরকে বলেন, পুকুর খনন সাধারণত রাতে করা হচ্ছে। তারপর পুকুর খননের মাটি পরিবহনের ডামট্রাক ও ট্রাক্টারগুলো রাতে চলাচল করে থাকে। তাই আমাদের পক্ষে আটক করা সম্ভব না। ইতোপূর্বে ড্রামট্রাকের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। আগামীতে আরো কিছু ভ্রাম্যমাণের মাধ্যমে জরিমানা করা হবে।