যশোরের ঝিকরগাছা উপজেলাযর ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান ১০৪ শিক্ষকের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিকরগাছা বি এম হাই স্কুলে আয়োজিত দিনের প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শেষ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সূত্রে জানা গেছে,ঝিকরগাছা উপজেলার ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন করে ১০৪ জন শিক্ষক এ প্রশিক্ষণ নিয়েছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দুইজন শিক্ষকের পাঠ্যসূচির জীবন জীবিকা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেয়া হয়। ১০ জন প্রশিক্ষক শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এর প্রশিক্ষণ চলে।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন সময়ে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ হোসেন শওকত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) ডঃ মোনালিসা খান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী শাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীর, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী অফিসার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার এ প্রশিক্ষণ শেষ হয়েছে।