 
		
	পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমেলে অধিক ক্ষতিগ্রস্থ ও বহুমুখী কাজের জন্য শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বৃহস্পতিবার বিকেলে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়নে উপজেলা পত্তাশী ইউনিয়নের অধিক ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ৬হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। অর্থপ্রদানকালে উপস্থিত ছিলেন পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম ডেভেলপমেন্ট ফান্ডিং অফিসার মোঃ সাইদুল হক, প্রেজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে’র পরিবীক্ষণ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, সুপারভাইজার রবিন, ভলান্টিয়ার জুয়েল রানা, মামুন হোসেন প্রমুখ।