মাদক ক্রয়ের টাকা চেয়ে না পেয়ে ভাইয়ের সাথে ঝগড়া করে এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর বিএম স্কুল রোড এলাকায়। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।
মৃত কিশোর মোঃ রাফি (১৬) বিএম স্কুল রোডের বাসিন্দা মৃত মোঃ মোতালেবের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে। পরিদর্শক আমানুল্লাহ আল বারী বলেন, বৃহস্পতিবার বিকেলে ভাইয়ের সাথে তর্ক করে রাফি নিজেই নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মৃত্যুবরণ করে।
মৃত রাফির বোনজামাতা সিরাজুল ইসলাম জানান, অতিসম্প্রতি রাফি মাদকাসক্ত হয়ে পরে। মাদক ক্রয়ের জন্য বোনের কাছে রাফি টাকা চায়। এনিয়ে ছোট ভাই রেদোয়ানের সাথে রাফির তর্ক হয়। তখন নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে আম কাটার ছুরি হাতে নেয়। রেদোয়ান বাঁধা দিতে গেলে ওই ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে রাফি।