দোয়া-মিলাদ ও উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনের প্রচারনা শুরু করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ আলাউদ্দিন ভূইয়া।
পৌর এলাকার বিজয়পুরস্থ মেয়র প্রার্থীর বাড়ির সামনে বৃহস্পতিবার বিকেলে দোয়া-মিলাদ পূর্ব নির্বাচনী উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, মেয়র প্রার্থী আলহাজ মোঃ আলাউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার। বক্তারা আগামী ২৬ জুন মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান করেন। অপরদিকে শুক্রবার বিকেলে জগ মার্কার মেয়র প্রার্থী মফিজুল ইসলাম মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।