সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানের স্থায়ী ও অস্থায়ী পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ঈদের আর কয়েক বাকী থাকলেও এসব হাট ছাড়াও কৃষক ও খামার থেকে ক্রেতারা পছন্দের গরু কিনতে ভিড় করছেন। তবে অনেক কৃষকই অভিযোগ করে বলেন, ক্রেতারা আসছেন, দখেছেন দাম পরখ করে দেখছেন। কিন্তু পশু কিনছেন না। তবে এবার পশুর হাটগুলিতে দেড় থেকে দুই লাখ টাকা দাম এবং দেশী গরুর চাহিদা বেশী রয়েছে।
হরগজ গরুর হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে হাজির হচ্ছেন ক্রেতা ও বিক্রেতাগণ। বেলা বাড়ার সাথে সাথে গরু, ছাগল ও ভেড়া বাড়তে থাকে।
ঢাকার জপুরা এলাকা থেকে এসেছেন ইদ্রিস আলী, তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন হাটে গরু কিনলে, দামের উপর হাসিল নেন। কিন্তু জেলার হরগজ হাটে আসলে সারা বছর ২ শত টাকা এবং ঈদের জন্য মাত্র ৫ শত টাকা নিচ্ছে। তাছাড়া এখানকার গরু বেশীর ভাগই কৃষকের। তাই এ হাটে কিনতে আসছি।
ঢাকার আশুলিয়া এলাকার কফিল বেপারী বলেন, আমি হরগজ হাটে আসছি। এখান থেকে গরু কিনে নিয়ে ঢাকার হাটে বিক্রি করব। আমি প্রতি হাটে ২০- ৩০ টি গরু কিনে থাকি। এ বছর দেড় লাখ টাকা থেকে ২ লাখ টাকার গরুর বেশী চাহিদা রয়েছে।
সিংগাইর উপজেলা থেকে হাসেম বেপারী আসছেন ৮ টি ষাড় নিয়ে। সবগুলি তার পালের। ৪ মন ওজনের ২ টি বাকী ৬ টি ১০ মন ওজনের। সবাই আসছেন দাম বলছেন। কিন্তু কিনছেন না। এ ব্যাপারি আরো বলেন, এখানে অনেকে গরু কিনে নিয়ে ঢাকায় নিয়ে যা”েচ্ছন।
হরগজ গরুর হাট ইজারাদার এবং হরগজ ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি বলেন, আমাদের হাটে জেলার অন্যতম প্রধান বড় পশুর হাট। এ হরগজ হাটে, জেলার লোকজন ছাড়াও, ঢাকা, আশুলিয়া, ধামরাই, সাভার, কেরানিগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন। আমাদের হাটের নিরাপত্তা ও হাসিল মাত্র ৫শত টাকা থাকায় বেশী আসে ক্রেতা ও বিক্রেতাগন।
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, চলতি বছরে সাটুরিয়ায় কোরবানির জন্য ২১ হাজার ১১ টি পশু লালন পালনের লক্ষ মাত্রা ছিল। কিন্তু চাহিদার তুলনায় ৭ শত ৬৬ টি বেশী হয়ে ২১ হাজার ৭ শত ৭৭টি পশু লালন পালন করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৫ টি গরু, ১২ হাজার ৫শত ৮৭ টি ছাগল এবং ১ হাজার ৯৯ টি ভেড়া প্রস্তুত হয়েছে।
তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাট জমে উঠেছে। প্রতিটি হাটে জাল টাকা সনাক্ত করণ মেশিন, প্রাণী ডাক্তার, আইন শৃংখলার বাহিনীর টহল থাকছে।