খুলনার ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুকুল কুমার মৈত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মোঃ ফিরোজ শাহ্। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম আশিষ মোমতাজ এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, সাংবাদিক জিএম আবদুস ছালাম, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, গোপাল চন্দ দে, সুরজ্ঞিত বৈদ্য প্রমুখ।এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।