পাবনার সুজানগরে গত বুধবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপণ্ড২/২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
ওইদিন দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপজেলার ১১‘শজন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওহাব। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আবদুল মতীন মৃধা।
এ ছাড়া এদিন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগী জেলেদের মাছে বকনা বাছুর এবং উপজেলা সমাসেবা অফিসের উদ্যোগে আয়োজিত ক্যান্সার, কিডনি এবং সিরোসিসসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খান পৃথক পৃথকভাবে অনুষ্ঠান দু’টি পরিচালনা করেন।