বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুন ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে বাড়ির সিমানা নিয়ে চাচাতো ভাইয়ের সাথে বিতরকের একপর্যায়ে বুধবার রাতে চাচাতো ভাই খলিল সরদারের ঘুষিতে চাচাতো ভাই অবসরপ্রাপ্ত রেলওয়ে বিভাগের কর্মচারী নুরুল ইসলাম ওরফে খোকন সরদার এর মৃতু হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। মামলার প্রস্তুতি চলছে। আগৈলঝাড়া থানা পুলিশ বুধবার রাত একটায় লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেেেছ, উপজেলার রত্নপুন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তেরাবাদ গ্রামের হাজী আবদুল আলী মাস্টারের ছেলে রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল ইসলাম ওরফে খোকন সরদার(৬১) চাকুরী শেষে বাড়িতে এসে নিজ বাড়িতে একমাস পূর্বে পাকা ভবন নির্র্মাণ কাজ শুরু করেন। নিজবাড়ির জায়গা সীমানা নিয়ে জয়নাল সরদারের ছেলে একই বাড়ির চাচাতো ভাই খলিল সরদারের সাথে বুধবার বিকেলে বাকবিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এ সময় খোকন সরদার ছেলে রাকিব সরদার পিতাকে ফিরিয়ে নিয়ে জাবার সময় খলিল সরদার পিছন থেকে খোকন সরদারের মুখমন্ডলে ঘুশি দেয়। এ সময় খোকন সরদার অচেতন হয়ে পরে।
তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। বুধবার রাত একটারদিকে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুহম্মাদ জহিরুল ইসলাম বাড়ি থেকে লাশ উদ্ধারকরে।
নিহতের স্ত্রী তাহমিনা বেগম(৫৫) বলেন, আমার স্বামীকে খলিল সরদার মুখমন্ডলে ঘুষিমাকে ওই আঘাতেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
খোকন সরদারের ছেলে রাকিব সরদার (২৫) বলেন, আমার পিতা ও চাচা খলিল সরদার বাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডা চলছিল। আমি আমার পিতাকে নিয়ে আসার সময় খলিল সরদার আমার পিতার মুখোমন্ডলে ঘুষি দেয়। তখন আমার পিতার জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পরে। তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন।
এঘটনার পরথেকে অভিযুক্ত খলিল সরদার পালাতক কয়েছে। তাই তার বক্তব্য দেয়া গেলো না।
অভিযুক্ত খলিল সরদারের স্ত্রী ফাতেমা বেগম বলেন, দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ সময় খোকন সরদার উত্তেজিত হয়ে কথা বলার কারণে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে খোকন সরদার মারা যান।
এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আলম চাঁদ সাংবাদিকদের বলেন, বুধবার রাত একটায় লাশ উদ্ধার করে লাশেরু সুরাহতল রিপোর্ট কালে নিহতের গালে ও কানের নিচে ফুলা চিহৃ পাওয়াগেছে। বৃহস্পতিবার সকালে লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। লাশ পোষ্টমর্ডেমের রিপোর্ট আসলে বোঝাযাবে কি কারণে মারা গেছে। এখনও মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে।