মেয়ে জামাতার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক স্থায়ী করতে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে স্ত্রী ও তার তিন সহযোগি। এ ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর হত্যার অভিযোগে মৃত ব্যবসায়ী আবদুস সালাম গোলন্দাজের (৬০) স্ত্রী ও মেয়ে জামাতাসহ চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সালাম গোলন্দাজের বোন নাসিমা ইয়াসমিন বাদি হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের। বিচারক মামলাটি এজাহারভুক্ত করার জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের প্রেক্ষিতে বুধবার (১২ জুন) দিবাগত রাতে থানায় হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। মামলার আসামিরা হলেন-মৃত ব্যবসায়ীর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫০), তার মেয়ে জামাতা খালিদ মাহমুদ সোহাগ (৩৮), মোঃ মাসুম (৩৮) ও ভাই দুলাল হাওলাদার (৫৩)।
এজাহারে জানা গেছে, বাদীর বড় ভাই সালাম গোলন্দাজের সাথে সাবিনা ইয়াসমিনের বিয়ের পর তার গর্ভে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে বড় মেয়ে মিথিলা ফারজানার সাথে অপর আসামি খালিদ মাহমুদ সোহাগের বিবাহ হয়। পরবর্তীতে সাবিনা ইয়াসমিনের সাথে তার মেয়ে জামাতা খালিদ মাহমুদ সোহাগের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিথিলা ফারজানা তার মা ও স্বামীর অনৈতিক কর্মকা- হাতেনাতে ধরার পর স্বামী সোহাগকে তালাক দিয়েছে।
বিষয়টি সাবিনা ইয়াসমিনের স্বামী ব্যবসায়ী সালাম গোলন্দাজ জানার পর স্ত্রীকে অনৈতিক পথ থেকে ফেরানোর জন্য চাঁপ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামীর অর্থ-সম্পত্তি আত্মসাৎ ও মেয়ে জামাতার সাথে নির্বিঘ্নে পরকীয়া প্রেম চালিয়ে যাওয়ার জন্য সাবিনা তার স্বামী সালামকে হত্যার জন্য অন্যান্য আসামিদের সহযোগিতা নিয়ে পরিকল্পনা করে। সেমতে ২০২০ সালের ১ ডিসেম্বর নাটকীয়ভাবে ছয় একর জমির হেবা দলিল সৃষ্টি করা হয়। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ৮ জানুয়ারি রাতে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে সালাম গোলন্দাজকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা রটিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়।
সূত্রমতে, চলতি বছরের ২৪ মে সকাল ১০টার দিকে বাদীর সাথে বাগবিতন্ডার একপর্যায়ে সাবিনা ইয়াসমিন হুমকি দিয়ে বলেন, তোর ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে প্রয়োজনে তোকেও সেভাবে পৃথিবী থেকে বিদায় করা হবে। এ ছাড়া সাবিনার সাথে হত্যা মামলার অপর আসামি দুলাল হাওলাদার ও জামাতা সোহাগের সাথে লেনদেনসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে দুলাল ও সোহাগ হুমকি দিয়ে বলেন, সালামকে আমাদের সহযোগিতায় কিভাবে হত্যা করেছো তা প্রকাশ করে দেবো। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে ব্যবসায়ী সালাম গোলন্দাজের হত্যার বিষয়টি চাউর হয়। যেকারণে নাসিমা ইয়াসমিন বাদি হয়ে মামলা দায়ের করেন। এজাহারে তিনি তার ভাইয়ের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের মাধ্যমে রাসায়নিক পরীক্ষা করে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি করেন।
মামলার ব্যাপারে সাবিনা ইয়াসমিনের বক্তব্য গ্রহণের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ব্যবসায়ী সালাম গোলন্দাজ হত্যা মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।