রাজবাড়ীর বালিয়াকান্দিতে এ্যাসেডের কার্যালয়ে ৪০ জন শিক্ষার্থীর (স্কুল এবং কলেজ) অংশগ্রহণে বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বহরপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোঃ সাহেব আলী। বিশেষ আলোচক বিদ্যালয়টির সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাঃ শাহ্জাহান সিদ্দিক।
সেমিনারে উপস্থিত বক্তাগণ বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীসহ সকলকে বিজ্ঞান চর্চা সহ বিজ্ঞানমনস্ক হওয়ার কোন বিকল্প নেই বলে জানান।
শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ের স্টিকার, বিজ্ঞান বিষয়ক লিফলেট ও দেশীয় ফলের খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।