ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুর গ্রামে হৃদয় নামে এক যুবককে খুন করেছে আরেক বন্ধু রুবেল। প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে বন্ধু রুবেল হৃদয়কে তার বাড়ি থেকে ডেকে নেয় রুবেলের বাড়িতে। ডেকে নিয়ে রুবেল এবং হদয়ের মধ্যে মাধ্যমে মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়্এক পর্যায়ে তার কাছে থাকা দারালো ছুরি দিয়ে হৃদয়কে উপর্যুপরী গলায় এবং পেটে আঘাত করতে থাকে।এসময় কোন উপায় না দেখে হদয় দৌড়ে ঘর থেকে চকবাজাওে যায়।
সেখানে লোকজন হৃদয়কে আহত অবন্থায় দেখে স্থানীয় মেডিল্যেবে হাসাপাতালে নিয়ে আসে। মেডিল্যাবে আনার পর রোগীর অবস্থা খারাপা হতে থাকে পরবতীৃতে আহত হৃদয়কে ঢাকা রেফার্ড করে হাসপাতাল কর্র্তৃপক্ষ।ঢাকা নেওয়ার পথে দুপুর দুইটায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের ব্রম্মপুত্র সেতু পার হওয়ার সময় হৃদয় মারা যায়।পরে হৃদয়কে আশুগঞ্জ থানায় নিয়ে আসে। খুন হওয়া হৃদয়ের বাবা মো.জসিম উদ্দিন বলেন,আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের দ্রুত আইনের মাধ্যমৈ ফাঁসি চাই।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ(ক্রাইম) সোনহার আলী বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং খুনের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসি।এরমধ্যে প্রধান অভিযুক্ত রুবেল অন্যজন পরিচয় জানায়নি পুলিশ।তিনি আরো বলেন,তদন্ত করে কেন এই খুন হয়েছে তা বিস্তারিত জানা যাবে।আমরা ইদিমধ্যে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতালে পাঠিয়েছি।