যশোরের অভয়নগর উপজেলার তানজিমুল কোরআন মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদ্রাসা ভবনে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আলহাজ্ব কামরুজ্জামান, জিল্লুর রহমান,অভিভাবক রাজিয়া বেগম প্রমুখ।
হাফেজ মাও মোঃ ওবাইদুল্লাহ,র সার্বিক সহযোগিতায় এ ফল উৎসবে মাদ্রাসার কোমলমতি ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে ৫০ প্রকার ফলের আরবি, বাংলা ও ইংরেজিতে ৩ভাষায় পরিচিতি ঘটানোর লক্ষ্যে এই ফল উৎসবের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি ফলের সাথে বাচ্চাদের পরিচিতি ঘটনো ও সঠিক সময়ে খাওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়াটা খুব জরুরি। এছাড়াও তিনি বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এধরণের ফল উৎসব পালন করা উচিৎ। তাহলে বর্তমান প্রজন্ম ফলের বিষয়ে জানতে পারবে সগজেই।উল্লেখ্য থাকে যে,কাঁঠাল, খেজুর, ডেও ফল কদবেল, আঙুর, ছবেদা,আমলকী, ড্রাগন পিয়ারা, লিচু প্রদর্শনী করা হয় সহ বিভিন্ন প্রকারের ফলের প্রদর্শনী করা হয়।