ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী দখলের লোভ যেন কোন ভাবেই সামলাতে পারছেন না স্থানীয় ভূমিখেকো সিন্ডিকেটের সদস্যরা। দখলে সরকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশও আমলে নিচ্ছেন না তারা। ১৮-১৯ দিন বন্ধ থাকার পর সহকারী কমিশনার (ভূমি) এর নিষেধাজ্ঞা অমান্য করে অরুয়াইলে নদীতে বিতর্কিত জায়গায় নির্মাণ শুরু করেন মোখলেছ ও মাসুদ মেম্বার। ইউপি ভূমি অফিসের চোখের সামনে এসি ল্যান্ডের নির্দেশ অমান্য করলেও নীরব ছিলেন তারা। তবে বেলা দেড়টার দিকে এসি ল্যান্ড-এর প্রতিনিধির বাধাঁয় আবারও কাজ বন্ধ করতে বাধ্য হন দখলদার বাহিনী।
সহকারী কমিশনারের ( ভূমি) কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার অরুয়াইল বাজারের পূর্বপাশে তিতাস নদীর তীর ঘেষা ৯ শতকের কিছু কম জায়গা ক্রয় করেছেন মোখলেছ ও মাসুূদ। ওই জায়গা ভরাট করতে গিয়ে তারা নদীর একাংশ গিলে ফেলেছেন। ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করছেন মার্কেট। নদীতে আরসিসি দেওয়াল নির্মাণ ও ৪০ ফুট লম্বা সিঁড়িঁ তৈরী করেছেন। নদী দখলের বিষয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় " সরাইলে নদী দখলের নয়া কৌশল" শিরোনামে সরজমিন সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। থমকে দাঁড়ায় সেখানকার ভূমিখেকো সিন্ডিকেটের নেতারা। নড়েচড়ে ওঠেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো জায়গাটিই ব্যক্তি মালিকানা দাবী করায় গত ২৬ মে মুঠোফোনে মোখলেছকে কাগজপত্র নিয়ে এসি ল্যান্ডের অফিসে হাজির হতে বলা হয়। তিনি এলাকার বাহিরে আছেন। আরো কিছু সমস্যা তুলে ধরে কাগজপত্র নিয়ে হাজির হননি মোখলেছ। কাগজপত্র দেখানোর পূর্ব পর্যন্ত সেখানকার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা। কিন্তু ওই কাজ চলমাম রাখতে ভূমিখেকোদের পালিত কতিপয় দালাল নিয়ে চারিদিকে দৌড়ঝাঁপ করেন তারা। দীর্ঘ ১৮-১৯ দিন কাজ বন্ধ ছিল। হঠাৎ করে এসি ল্যান্ডের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকালে আবারও ওই মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন মোখলেছ গংরা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ইউপি ভূমি অফিসের লোকজনের চোখের সামনে নির্মাণ কাজ চললেও রহস্যজনক কারণে তারা ছিলেন নীরব। বেলা দেড়টার দিকে এসি ল্যান্ডের প্রতিনিধি পাঠিয়ে তাদের নির্মাণ কাজ আবারও বন্ধ করে দিয়েছেন। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এখানকার ভূমিখেকোরা বলে বেড়ান কতদিন বন্ধ রাখবেন। সবকিছু ম্যানেজ করে সময়মত ঠিক করে নিবো। কত বাধাঁ দিবে?
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, মোখলেছ বলেছেন ওঁর ব্যক্তিগত জায়গায় কাজ করছেন। আমাকে দ্রুত কাগজপত্র গুলো দেখাতে বলেছি। এর আগে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ১৮-১৯ দিন চলে গেল উনি এখনো আসেননি। আবার নির্দেশ না মেনে উল্টো সেখানে কাজ করার খবর পেয়ে গতকাল আবারও কাজ বন্ধ করে দিয়েছি। তবে সকালে কাজ শুরু হওয়ার সাথে সাথে ইউপি ভূমি অফিসের লোকজন কাজে বাধাঁ দেওয়া উচিত ছিল। ওঁরা কেন বাধাঁ দিলেন না বুঝলাম না।