চলে আসছে পবিত্র ঈদুল আযহা। ঈদ উৎসব যেন বাঙালির এক অন্যরকম আনন্দ, এর ওপর ধর্মীয় কর্তব্য যদি সে উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতিবছরই ঈদে অনেকদিনের ছুটি মেলে। এবারও ব্যতিক্রম নয়। নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। অনেকে আবার ঈদের ছুটিতে শহরের বাইরে কিংবা দেশের বাইরে কোথাও ঘুরতে যাবেন। তাই আসন্ন ঈদে ঘরেফেরা মানুষের জীবনের নিরাপত্তা ও ভাড়া নৈরাজ্য-সড়ক দুর্ঘটনা বন্ধের পাশাপাশি সরকারের অবশ্যই সড়ক ও মহাসড়কের ক্রটিপূর্ণ অদক্ষ চালকদের গতিবেগের ওপর নজরদারি বৃদ্ধি করা বিশেষ প্রয়োজন। চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা আনার পাশাপাশি তাদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সড়কে অব্যবস্থাপনার কারণে প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়ে। বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের কারণে যানজটের সৃষ্টি হয়। তাই ঈদযাত্রায় ভোগান্তি কমাতে হলে আগে থেকেই সড়ক-মহাসড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। এমনিতেই দেশের সড়ক-মহাসড়কগুলোর একটি বড় অংশের অবস্থা খুবই খারাপ। ফলে মানুষ যাতে বাড়িতে নির্বিঘ্নে যেতে পারে, সেই সঙ্গে জনগণের জানমাল ও জীবনের নিশ্চয়তা সরকারকেই নিশ্চিত করতে হবে। কেননা, নৌ ও সড়কপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় ঈদে ঘরমুখী মানুষ আতঙ্কিত থাকে। তাই ঈদে সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে কথা চিন্তা করে নিয়মমাফিক অতিরিক্ত পরিবহণ সেবা চালু করা জরুরি। এর পাশাপাশি নিরাপদ সড়কের জন্য নিয়মিত রাস্তাঘাট মেরামতসহ গতিবিধি মেনে গাড়ি চালানোর ব্যবস্থা করতে পারলে অনেকাংশেই দুর্ঘটনা রোধ করা সম্ভব। তবে গতিবিধি না মেনে গাড়ি চালালে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সত্যিকার অর্থে যে কোনো স্তরের হোক না কেন, দায়িত্বের কাছে দায়বদ্ধতা নেই বলে এত দুর্ঘটনা। তবে এ ক্ষেত্রে সরকারের একার পক্ষে সবকিছু মোকাবিলা করা সম্ভব নয়; তাই নিজ নিজ দায়িত্ববোধ থেকে আমাদের এসব দুর্ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত রেকার রাখা যেতে পারে। বিশেষত পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও অন্যান্য সেতুর ওপর গাড়ি নষ্ট হলে তা দ্রুত অপসারণ করতে হবে। এ ছাড়া সড়ক ও মহাসড়কের তীব্র যানজটপ্রবণ এলাকাগুলোয় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। আর রাস্তায় পুলিশের টহল বাড়াতে হবে। অন্যদিকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত চালু করা যেতে পারে। উল্লেখ্য, ঈদযাত্রায় যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য কমাতে সরকারকে বিশেষ ব্যবস্থা নিতে হবে।