 
		
	পিরোজপুরে কাউখালীতে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থান থেকে কিশোর, ছাত্র, যুবক সহ ৭ জন আত্মহত্যার চেষ্টা করে এরা কাউখালী ও বরিশাল হাসপাতালে ভর্তি আছে। আর এর ভিতরে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করে ও ১২ জুন বুধবার রাতে এক অটো ড্রাইভার ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করে।
হাসপাতাল, স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ৮জুন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুড়ি গ্রামে পার্শ্ববর্তী গোয়াটন গ্রামের আবদুর রহমানের ছেলে নোয়াপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আবু সুফিয়ান আরিফ (১৩) শুপারী বাগানের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের মোহাম্মদ জামালের ছেলে রাকিব (১৪ ) গত ৬জুন ফিনাইল পান করলে পরিবারের লোকজন তাকে কাউখালী হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের আফজাল মীর এর ছেলে শামীম (২৫) ৭জুন স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে ফিলাইন কীটনাশক পান করে আত্মহত্যা করে চেষ্টা করলে প্রথমে কাউখালী হাসপাতালে চিকিৎসার দেওয়ার পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১১জুন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের আবদুল আলীমের ছেলে ইমরান (১৮) ইঁদুরের মারার কীটনাশক ও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে পরিবারের লোকজন তাকে কাউখালী হাসপাতালে ভর্তি করেছে, উপজেলার পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মনিরুজ্জামানের কলেজ পড়ুয়া ছেলে সানি গলার রশি দিয়ে আত্মহত্যা করে, উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে তৌহিদ মোল্লা (২৪) পারিবারিক কলহলের কারণে গত ১০ জুন ও ১২ জুন পরপর দুইবার ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করে। ১২ জুন বুধবার রাতে তৌহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, অতিরিক্ত মোবাইলের নেশায় ও সামাজিক অবক্ষয়ের কারণে যুবক তরুণ সমাজের ভিতরে এই আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধি সুশীল সমাজ এদের এগিয়ে এসে এসব যুবক সমাজদের মোটিভেশন করতে হবে। ইতোমধ্যে যারা হাসপাতালে এসেছে আমরা তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
আত্মহত্যার প্রবণতা সম্পর্কে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির বলেন, মানুষের আচরণিক পরিবর্তনের কারণে পারিবারিক হতাশা ও স্বামী-স্ত্রীর পরকীয়া সহ সামাজিক অবক্ষয়ের কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
এ বিষয়ে জীবনবোধ ও ধর্মীয় জ্ঞানের প্রচারণা ও সচেতনতা বাড়াতে হবে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, যারা আত্মহত্যা করেছে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।