রামুর কচ্ছপিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। বুধবার, ১২ জুন সকাল সাতটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তিতার পাড়া এলাকায় মৃত মোজাহের মিয়ার ছেলে মো. কাশেমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- মৃত মোজাহের মিয়ার ছেলে গৃহকর্তা মো. কাশেম, মো. কাশেমের স্ত্রী ছকিনা বেগম, মেয়ে হামিদা বেগম ও ছেলে ছালামত উল্লাহ। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন হামলার শিকার মো. কাশেম। এতে অভিযুক্তরা হলেন- মৃত বদরুজ্জামানের ছেলে বাদশাহ মিয়া, বাদশাহ মিয়ার ছেলে মোঃ রিদুয়ান, মেয়ে মর্জিয়া বেগম, স্ত্রী জাহেদা বেগম ও মিজানুর রহমানের স্ত্রী রিপা মনি।
থানায় দেয়া এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারিরা দীর্ঘদিন মো. কাশেমের বসত ভিটার জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। জমি জবর দখলে ব্যর্থ হয়ে মো. কাশেম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি ও বিভিন্ন অজুহাতে গালি গালাজ, মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো।
এতে নিরুপায় হয়ে জমির মালিক মো. কাশেম জবরদখলকারি চক্রের কবল থেকে রক্ষায় ১৪৪ ধারায় আইনি প্রতিকার পেতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমআর মামলা (নং ৪৯৩/২০২৪) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নোটিশ পেয়ে আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠে বাদশাহ মিয়া ও তার সহযোগিরা। এরই জের ধরে বুধবার সকাল সাতটায় বাদশাহ মিয়া, মোঃ রিদুয়ান, মর্জিয়া বেগম, জাহেদা বেগম ও রিপা মনির নেতৃত্বে আরও অজ্ঞাত ভাড়াটে লোকজন ধারালো দা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে মো. কাশেমের বসত বাড়িতে পরিকল্পিতভাবে ভাংচুর ও হামলা চালায়।
হামলাকারিরা দা দিয়ে কুপিয়ে, রড ও লাটিসোটা নিয়ে মারধর করে ৪ জনকে গুরুতর আহত করে। আহতরা হলেন- মো. কাশেম ও তার স্ত্রী ছকিনা বেগম, মেয়ে হামিদা বেগম ও ছেলে ছালামত উল্লাহ। স্থানীয়রা মূমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলার শিকার মো. কাশেম জানান- হামলাকারিরা তার স্ত্রী ছকিনা বেগম ও মেয়ে হামিদা বেগম এর শ্লীলতাহানি করে এবং তাদের পরনে থাকা দুটি স্বর্ণের চেইনসহ সর্বস্ব লুট করে নেয়।
এ ঘটনার পর থানায় মামলা করলে আবারও তাদের প্রাণনাশ, মারধর, ঘর বাড়ি পুড়িয়ে দেবে এবং উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকী দিচ্ছে। এ কারণে মো. কাশেম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।