সিরাজগঞ্জের রায়গঞ্জে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে ধামাইনগর, সোনাখাড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা ও পাঙ্গাসী ইউনিয়নের অসহায় হত দরিদ্র ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তার ইউনিয়নের ২ হাজার ৬শ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়। একই দিনে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুহেনা মোস্তাফা কামাল রিপন পরিষদের হলরুমে তার ইউনিয়নে ২ হাজার ৩শ ৪০ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। এরপর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হান্নান খান পরিষদ হলরুমে ৩ হাজার ৩শ ১০ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। এদিকে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন পরিষদ প্রাঙ্গনে ৩ হাজার ৭০ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। অপর দিকে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম ন্নানু তার পরিষদ চত্ত্বরে ২ হাজার ৯শ ৯৮ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন গুলোতে নির্ধারিত উপজেলা ট্যাগ অফিসারের মাধ্যমে সঠিক ভাবে মনিটরিং করে ভিজিএফ’র চাল অসহায় হত দরিদ্র ও দুঃস্থদের মাঝে বিতরণ কার্যক্রম বিতরণ সম্পন্ন করা হয়েছে।