সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজে চলতি বছরের উচ্চমাধ্যমিকপরীক্ষায় (এইচএসসি) অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান। এ সময় হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের শিক্ষক আজমল হোসেন নাহিদ ও সুলতানা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভার্নিং বোর্ডের সদস্য শেখ শহিদুল ইসলাম, সদস্য আলহাজ¦ গোলাম মোস্তফা ইকবাল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিলন শেখ। অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ বছরে কলেজটি থেকে ২৮৭ জন ছাত্র- ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।