‘করলে সঞ্চয় ২’শটাকা, সরকার দিবে ৪’শ টাকা’ শ্লোগানে রংপুরে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, সঞ্চয়ে উদ্বুদ্ধকরণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে রংপুর মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি’র উপ-পরিচালক রাবেয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পায়রাবন্দ বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহেদুল আলম, মিঠাপুকুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলামসহ অন্যরা। এ সময় প্রতিষ্ঠানের ১’শ শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী ও স্যানেটারী ন্যাপকিন তুলে দেওয়া হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কমংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে ২০২১ সাল থেকে রংপুরের ৫টি উপজেলায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন, শিক্ষা সামগ্রী বিতরণ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।