নীলফামারীর সৈয়দপুরে ১২ জুন ১০০ শয্যা সরকারি হাসপাতলে মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে নিষেধ করায় হাসপাতাল কর্মীর উপরে হামলা চালিয়েছে এক যুবক। এ ঘটনায় শহরের হাতিখানা এলাকার মো: বেলালের পুত্র মো: জুয়েলকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, জুয়েল নামে এক পুরুষ রোগী বুধবার সকাল দশটার দিকে হাসপাতালের মহিলা কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য দাঁড়ায়। সেখানে কর্তব্যরত হাসপাতাল কর্মী মমিনুল ইসলাম তাকে পুরুষ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বললে সে উত্তেজিত হয়ে পড়ে। বাক বিতন্ডার একপর্যায়ে হাসপাতাল কর্মী মমিনুলকে কিল ঘুষি মারতে থাকে। এতে মমিনুল ইসলামের নাক ফেটে যায় ও চোখে গুরুতর জখম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মমিনুল ইসলাম জানান, একটি পুরুষ রোগী মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে আসলে আমি তাকে পুরুষ কাউন্টারে যেতে বললে সে আমার সাথে বাক-বিত-ায় জড়িয়ে পড়ে এবং আমাকে কিল ঘুসি মারতে থাকে। এতে আমি গুরুতর আহত হই।
সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: নাজমুল হুদা বলেন, আমার হাসপাতালে আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। তার নাকে ও চোখে ক্ষত চিহ্ন রয়েছে। আমি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।