রাজশাহীর বাঘায় গৃহবধুকে ধর্ষনের মামলায় শাওন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাওন হোসেন বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (মিয়াপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সোহেব খাঁন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গৃহবধুর স্বামীর অনুপস্থিতিতে গৃহবধুর শয়ন ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় গৃহবধুর চিৎকারে বাড়ির লোজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়া হয়। পরে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৃহবধুকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।