রংপুর জেলার পীরগঞ্জের পত্নীচড়া ভূমি অফিসকে দালালমুক্ত করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি তারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দপ্তরে। গত ২৩ মে এ অভিযোাগ দেয়া হয় বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়, পত্নীচড়া গ্রামের আবদুল গফুর সরকারের ছেলে শফিউল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে পত্নীচড়া ভূমি অফিসে দালালি পেশায় নিয়োজিত। প্রত্যন্ত এলাকা থেকে ওই অফিসে আগত সাধারণ মানুষের কাছে জমির খাজনা খারিজসহ অন্যান্য কাজের জন্য প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া তার কাজ। সারাদিন অফিসের আশপাশে ঘুরঘুর করেন। কোন আগন্তক দেখেই তিনি কৌশলে বাগিয়ে নেন। এরপর দফায় দফায় টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করেন। এলাকার নিরীহ সাধারণ মানুষ তার খপ্পরে পড়ে যারপর নাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই অফিসে যিনিই দায়িত্বে আসেন তাকেই ম্যানেজ করে সারা বছর দালালি করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শফিউল। এ ছাড়া পত্নীচড়া মৌজার ৬ একর ৫৫ শতক সরকারি খাস জমি নিজের দখলে নিয়ে কয়েক বছর ধরে ভোগও করছেন তিনি। এলাকায় প্রতাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউই মুখ খোলার সাহস করছে না। স্বীয় কব্জাভুক্ত করতে পত্নীচড়া ভূমি অফিসে কর্মরত তহসীলদারকে একটি ল্যাপটপও কিনে দিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। অবশ্য অভিযুক্ত তহশিলদার এ অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। এলাকার ভুক্তভোগী মহল এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।