রাজশাহী পুঠিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিকট হতে মদ খাওয়ার অনুমতি নিয়ে আইনশৃঙ্খা বাহিনী এবং রাজনৈতিক ছত্রছায়ায়। প্রতিদিন প্রকাশ্যে শতশত লিটার চোলাই মদসহ বিভিন্ন নামিদামী কোম্পানির মদ বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দুইজন নৃ-গোষ্ঠীর (ম্যাথর) উপজেলার ভেতরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হতে প্রতিমাসে মাত্র সাড়ে ৯ লিটার চোলাই মদ খাওয়ার অনুমতি পেয়েছে। অনুমতি প্রাপ্তরা হলেন রবি এবং আশিক। এদের সামনে রেখে বড় মাদককারবারিরা প্রতিদিন কয়েক লাখ টাকা আয় করছে। পুঠিয়া এবং বেলপুকুর থানা দুইটিতে মাদক বেপরোয়া হয়ে উঠেছে। বেশিরভাগ মাদক সেবনকারীরা উঠতি বয়সী কিশোর এবং বেকার যুবকরা বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ তুলেছেন। প্রতিটি মাদককারবারিদের সঙ্গে আইনশৃঙ্খা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাদক কারকারিদের সঙ্গে সংপৃক্তিতা রয়েছে। তাই, উপজেলা জুড়ে হাত বাড়ালেই ফেনসিডিল ইয়াবা ইরোইন গাঁজা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট মাদক বিক্রেতা বলছে, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছে। উপজেলার বাণিজ্যিক এলাকা হলো বানেশ্বর বাজার। পুঠিয়া-চারঘাট উপজেলার সীমানাবর্তী তাতারপুর এলাকায় রবি নামের একজন নৃ-গোষ্ঠীর (ম্যাথর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হতে সে মাসে মাত্র সাড়ে ৯ লিটার চোলাই মদ খাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু এই অনুমতি নিয়ে রবি আইনশৃঙ্খা বাহিনী এবং উপজেলা বিএনপির মৃত এক নেতার ছেলে মিলে ম্যাথরকে ব্যবহার করে প্রকাশ্যে প্রতিদিন শতশত লিটার চোলাই মদসহ বিভিন্ন রকম নামিদামী কোম্পানির মাদক বিক্রি করছে। তাতারপুর এলাকার ছালাম হোসেন বলেন, নেশাগ্রস্তরা প্রতিদিন লাইন ধরে প্রকাশ্যে মাদক কিনতে দেখা যায়। একই কায়দায় পুঠিয়া সদরের পাচঁআনী বাজারে আশিক ও ঝলমলিয়া বাজারে নরেশ নৃ-গোষ্ঠীর (ম্যাথর) প্রতিদিন হাজার হাজার টাকার মাদক কেনাবেচা করছে। ঝলমলিয়া বাজারের আলিমুদ্দিন এবং বানেশ্বর এলাকার শরিফুর রহমান বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সখ্যতা থাকার জন্য বাধাহীন ভাবে মাদক কারবারি চালাচ্ছে। এরপর এদের লোক দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাদকগুলো নেশাগ্রস্ত ব্যক্তিদের নিকট পাঠায়ে দেওয়া হয়ে থাকেন। মাদক দ্রব্য কর্মকর্তাদের নিকট হতে কৌশলে অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি উপজেলায় মাদক কারবারি করে আসছে মোতালেব নামের ব্যক্তি। সে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। বানেশ্বর বাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে প্রতিদিন আইনশৃঙ্খা বাহিনী এবং রাজনৈতিক ছত্রছায়ায় কয়েক লাখ টাকার মাদক কেনাবেচা হয়ে থাকে বলে এলাকাবাসীরা অভিযোগ উঠেছে। নেশাগ্রস্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন রাতে উপজেলা বিভিন্ন এলাকা হতে চুরির অভিযোগ উঠছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইদুর রহমান বলেন, মদ খাওয়ার অনুমতি নিয়ে বিক্রি ব্যাপারটি আমার জানা ছিল না। কয়েকদিনের ভেতরে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।