বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এজেএম আলমগীর হোসেন সিদ্দিকী শপথ গ্রহন করেছেন। বুধবার বেলা ১২ টায় খুলনা বিভাগীয় কমিশনার এ শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক শপথ গ্রহণ করেন। শপথ শেষে দুপুর ৩ টায়, উপজেলা চেয়াম্যান এজেএম আলমগীর হোসেন সিদ্দিকী চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে আবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৩:৩০ মিটিটে উপজেলা নির্বাহী আফিসার মো: আসমত হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবাগত উপজেলা চেয়ারম্যান। বিকেল ৪:৩০ মিনিটে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশালাদী বিনিময়সহ ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন। বিকাল ৫টায় তিনি চিতলমারী উপজেলা আওয়ামী লীগের অফিস চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যনকে বরণ করে নেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হেসেন খান প্রমুখ।