নীলফামারীর সৈয়দপুরে আপন ভাতিজার বাসার ভাড়াটিয়াকে মারপিট করে বাসা থেকে বের করে দিয়ে ওই বাসা জোড়পুর্বক বাহিনী দিয়ে দখলে নেয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ব্যাপারে বাসা ফেরত চেয়ে সৈয়দপুর থানায় চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভাতিজা ইমন চৌধুরী। ১১ জুন এটি ঘটেছে শহরের নয়াটোলা মহল্লায়।
অভিযোগে জানা যায়, মোঃ ইমন চৌধুরীর মা লাকী বেগমের সাথে তার বাবা মোঃ ফজলার রহমান চৌধুরীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ইমনের বাবা প্রায় ৬ বছর পুর্বে মৃত্যুবরণ করেন। বাবার রেখে যাওয়া সাড়ে আট শতক জমির ওপর বাসা ও কিছু সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি ও বাসার প্রতি লুলোভ দৃষ্টি পড়ে চাচা মোঃ শরিফুল ইসলাম চৌধুরী ও মোঃ হাবিবুর রহমান চৌধুরী এবং ফুফু মোছাঃ তাহমিদা বেগম। তারা বিভিন্ন সময়ে ওই বাসা এবং সম্পত্তি গ্রাস করতে হুমকী দেয় ভাতিজাকে। পড়াশোনার তাগিদে ভাতিজা বাইরে থাকায় তার বাসা দেখভাল করার জন্য মোছাঃ মুন্নি বেগম (৫০) নামে এক মহিলাকে রাখেন। ওই মহিলা তার স্বামী গোলাপকে নিয়ে বাসায় বসবাস করে আসছেন। এরইমধ্যে গত ১১ জুন পুর্ব পরিকল্পনা অনুযায়ী তার দুই চাচা শরিফুল ইসলাম চৌধুরী ও হাবিবুর রহমান চৌধুরী তার বাহিনী মোছাঃ সামিয়া আক্তার নিপা (৩৫), মোঃ সোলাইমান (৩০), মোছাঃ রুজি (৫৫), মোছাঃ মনি, মোঃ ইদ্রিস আলী, মোঃ মাসুদুর রহমান লেলিন, মোঃ সাজিদসহ আরো কয়েকজন দলবদ্ধ হয়ে বাসার মালিক ইমনের রাখা মুন্নি নামে ওই মহিলাকে পিটিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর ওই মহিলার ঘরের সমস্ত আসবাবপত্র বের করে রাস্তায় ফেলে দিয়ে বাসাটি দখলে নেয়।
এ বিষয়টি বাসার মালিক মোঃ ইমন চৌধুরী জানতে পেরে সেখানে গেলে তাকেও মারপিট করা হয়। এ সময় আহত মুন্নিকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনার বিষয়টি ট্রিপল লাইনে জানানো হলে পুলিশ সেখানে গিয়ে পরিদর্শন করেন। এ ব্যাপারে বিচার চেয়ে বাসার মালিক ইমন চৌধুরী বাদি হয়ে ১১ জুন রাতেই কয়েকজনকে বিবাদী করে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।