পাবনার সুজানগরে সিসিডিবির সহায়তায় গঠিত উপজেলার ১৮টি গ্র্যাজুয়েট সমিতি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে সিসিডিবির সুজানগর উপজেলা নেটওয়ার্ক ও সমিতির উদ্যোগে সিসিডিবির সুজানগর কার্যালয়ের সভা কক্ষে ওই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। সিসিডিবি পাবনার জালালপুর কার্যালয়ের এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও গোপালপুর বুড়িগঙ্গা বহুমুখী সমবায় সমিতির সভানেত্রী মোছাঃ বেগম খাতুন। শেষে সিসিডিবির সহায়তায় গঠিত ওই গ্র্যাজুয়েট সমিতি গুলোকে সমিতির সক্রিয়তা নিয়ে চলার লক্ষ্যে হস্তান্তর করা হয়।