খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতার জন্য প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদের মিলনায়তনে সিবিএন এর অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশ ও ডিসিএফ এর ডিআইডিআরএম প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা মানোয়ারা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দীন আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক বাবুন চন্দ্র বিশ্বাস, কারিতাস বাংলাদেশের খুলনা অঞ্চলের ডিআরআর ও সিসিএ প্রজেক্ট ও কো-অর্ডিনেটোর পবিত্র কুমার মন্ডল, উপজেলা কো-অর্ডিনেটোর হাসিবুল ইসলাম প্রমুখ।