গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে তথ্য কেন্দ্র কাহারোল দিনাজপুরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুনের সঞ্চালনায়, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলো মনি ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফছানা মোস্তারী। উঠান বৈঠকে প্রায় ১ শত জন মহিলা অংশগ্রহণ করেন।