"মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) তারাগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে কুর্শা ইউনিয়নে ২২টি হাড়িয়ারকুঠি ইউনিয়নে ৬৮টি সহ মোট ১১৯টি জমির দলিলসহবাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রতিটি বাড়িতে দু’টি থাকার কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তারাগঞ্জ উপজেলার সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত থেকে গৃহহীনদের হাতে জমি মালিকানা দলিল তুলে দেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম, তারাগঞ্জ থানার (ওসি তদন্ত) জহুরুল হক, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।