শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক জীবন কুমার চক্রবর্তী, মাসুদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ। সভায় ইউএনও মো. আরাফুল আলম রাসেল উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করে