নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগিদের পুকুরে ভিয়েতনামী কৈ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়ালে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা, নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ প্রকল্পের সুফলভোগি মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান, ইতোমধ্যে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগিদের মাঝে মৎস্য খাদ্যসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি বছর ৫টি সুফলভোগি সদস্য দলের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৫টি পুকুরে দেওয়া হয়েছে ভিয়েতনামী কৈ, কার্প ফ্যাটিনিং ও কার্প জাতীয় মাছের পোনা। পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আবুল ওয়াহেদ মন্ডল, পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম, চাটমোহর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম এসকল উপকরণ ও পোনা বিতরণ করেন।