পাবনার চাটমোহরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। মঙ্গলবার (১১ জুন) দুপুরে চলনবিল অধ্যুষিত উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটা গাঙ থেকে এই জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেল মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান, চলনবিল অঞ্চলের নদ-নদী ও বিলে পানি ঢুকছে। এ সময় এলাকার কিছু মৎস্য শিকারী ও মৎস্যজীবি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধনে মেতে উঠেছে। এমতাবস্থায় দেশী মাছ রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল এলাকার কাটা গাঙে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি রিং জাল জব্দ করেন। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।