নাটোরের সিংড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি সিংড়া দমদমা পাইলট স্কুল এ- কলেজ হলরুমে এই বিতর্ক এর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটি। তিনটি রাউন্ডে উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাইনাল রাউন্ডে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” বিষয়ে বিপক্ষ দলের যুক্তি উপস্থাপন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এ- কলেজ চ্যাম্পিয়ন হয় এবং পক্ষে যুক্তি উপস্থাপন করে ডাঙ্গাপাড়া দ্বি-মূখী উচ্চবিদ্যালয় রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিয়াম ল্যাবরেটরি স্কুল এ- কলেজের দলনেতা মাছুমা আফরীন।
পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি শফিকুল কবীর। দুপ্রক এর সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী শিক্ষক গোপেন্দ্রনাথ দাস, দুপ্রক এর সহ-সভাপতি আমজাদ হোসেন, সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।
অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার মাজদার আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন।