ঈদ উল আযহার পুর্বে নীলফামারীর সৈয়দপুরে ১১০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাই। ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ১৮৫৬৬ টি গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙকজ ঘোষ। এছাড়াও ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সালা উদ্দিন বেগ, সাংবাদিক সাকির হোসেন বাদল, প্রকল্প কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলমসহ অনেক। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী জানান, ১১০ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে চাবি হস্তান্তর করা হল। তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ কোন মানুষ যেন গৃহহীন না থাকে। তারই নির্দেশনা অনুযায়ী কয়েক দফায় তদন্ত করে ওই ১১০ জনকে গৃহহীন ও ভুমিহীন চিহ্নিত করা হয় এবং তাদেরকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।