মাগুরায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা এবং ক্রীড়া আনন্দ উৎসব করেছে জেলা ক্রীড়া অফিস। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে শহরের দোয়ারপাড় বাঁশতলা এলাকায় মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালক জাহিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন, সংগঠক বারিক আনজাম বর্কিসহ অন্যরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা নৃত্য, সংগীত ও বিভিন্ন প্রকার খেলাধুলায় মেতে ওঠে। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।