ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এর আওতায় বাগেরহাটের চিতলমারীতে ‘‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪’’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১১জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বেদবতী মিস্ত্রি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, মোঃ অলিউজ্জামান জুয়েল খলিফা, সামিয়া রহমান বিউটি, উপজেলা বিদ্যুৎ অফিসের ডিজিএম বিশুদ্ধনন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা অপূর্ব দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির বাস্তবায়নে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিতলমারী।