‘সুলতান’ শেরপুরের কোরবানির হাট কাঁপাচ্ছে। যার ওজন ৩৩ মণ। ফ্রিজিয়ান জাতের এ গরুকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে কোরবানির উপযুক্ত করে তোলা হয়েছে। সুলতানের দাম হাঁকা হচ্ছে সাড়ে ১৫ লাখ টাকা। গরুর মালিকের দাবি, উপজেলার এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু এটি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুরঘাটা গ্রামের আকবর আলী তিন বছর ধরে সুলতানকে লালন পালন করেছেন।
সম্প্রতি আকবর আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে কয়েকজন মিলে সুলতানকে গোসল করাচ্ছেন। গায়ের রঙ কুচকুচে কালো। স্বাস্থ্যেও যেমন, দেখতেও তেমন। চলনে ভাব তার সুলতানি। তাই আদর করে নাম রেখেছেন সুলতান। যে দেখবে সুলতানকে তারই চোখের নজর কেড়ে নেবে। বিশালাকার পশুটিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে প্রায় সময়ই লোকজন আসছেন। আকবর আলী জানান, সুলতান প্রতিদিন খড়, ঘাস বাদে অন্তত ১০ কেজি করে খৈল, ভুষি, ভাতের মাড়সহ অন্যান্য পশু খাদ্য খায়। বর্তমানে এর বয়স তিন বছর। এবার কোরবানির ঈদে ৩৩ মণ ওজনের সুলতানকে ১৫ লাখ টাকায় বিক্রি করার আশা তার। তিনি আরও বলেন, বাড়ির সকলে মিলে অনেক আদর করে সন্তানের মত সুলতানকে লালনপালন করেছি। আমি একে মোটাতাজাকরণের জন্য কোনো প্রকাশ ওষুধ দেইনি। ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন পরিমাপ করেছি। স্কেলে ওজন ৩৩ মণ হয়েছে। আমি ১৫ লাখ টাকা দর চাচ্ছি। আকবর আলির ছেলে তামজিদ বলেন, আমার আব্বা এই গরুটিকে ছোট থেকে অনেক যতœ করে লালন পালন করতাছে। আমরাও সহযোগিতা করি। গরুটা সবার পছন্দের গরু। গরুটা জন্মের সময়ই আকারে অনেক বড় হইছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল ও ভুসি খাইয়ে লালন-পালন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।